সাবধান! দাজ্জাল আসছে। ঈমান বাঁচাও।

লিখেছেন লিখেছেন মুফতি যুবায়ের খান রাহমানী। ২০ মার্চ, ২০১৫, ০২:৩৮:৪২ রাত



অত্যধিক আগ্রহ নিয়ে মাওলানা আসেম ওমরের "তৃতীয় বিশ্বযুদ্ধ ও দাজ্জাল" এবং মাহদী হাসান লিখিত "সাবধান দাজ্জাল আসছে, ঈমান বাঁচাও!" বই দুটি পড়ছিলাম।পড়তে পড়তে মনে হচ্ছিল, পৃথিবীর তথাকথিত সভ্যতা আমাদেরকে ধোঁকা দিয়ে কত পরিকল্পিতভাবে দৈনন্দিন জীবনের প্রতিটি বাঁককে কীভাবে আমাদের জন্য মৃত্যু উপত্যকা বানিয়ে রেখেছে! সেই সঙ্গে ঠিক আমাদেরকেই দাজ্জাল ও তার সহযোগীদের কাতারে অবলীলায় দাঁড় করিয়ে দিয়েছে! আর আমরা ইচ্ছায় অনিচ্ছায় তার আগমনের জন্য, তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিরলস সহযোগীতা করে যাচ্ছি! আমরা তা আদৌ অনুধাবন করতে পারছিনা। ইশ! আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীসহ এদেশের প্রতিটি মানুষের কাছে যদি বইয়ের সে কথাগুলো, সে তথ্যগুলো বা তার চিত্রটি তুলে ধরা যেত!

হযরত হুযায়ফা রাযি. বর্ণনা করেন রাসুল সা. বলেছেন, আমি দাজ্জালের বিষয়টি এজন্য বারবার তোমাদের সামনে বর্ণনা করেছি, যাতে তোমরা এটা নিয়ে চিন্তাগবেষণা কর। ভালো করে বুঝ এবং সবসময় সজাগ থেকে এর ওপর আমল কর। সেই সঙ্গে তোমাদের পরবর্তী লোকদের পর্যন্ত তা উত্তমরূপে পৌঁছাতে পার! তাই, সবাই যেন একে অপরকে বলে দেয় যে, তার (দাজ্জালের) ফেতনাটি অত্যন্ত ভয়ানক ফেতনার আকারে প্রকাশ পাবে!

হযরত আনাস রাযি. হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, ইস্পাহানের (ইরানের একটি বিখ্যাত নগরী) সত্তর হাজার ইহুদী কালো অথবা সবুজ পোষাক পরিধান করে দাজ্জালের সাথে যুক্ত হবে। (সহীহ মুসলিম)

দাজ্জালের বাহিনী মক্কা ও মদীনা ব্যতীত সকল শহরকেই পদদলিত করবে। কিন্তু মক্কা মদীনায় প্রবেশের পথে তাদেরকে বাঁধা প্রদানের জন্য ফেরেশতা মোতায়েন থাকবে। ফলে সে সেখানে প্রবেশে সক্ষম হবেনা। নারীরা অধিকহারে দাজ্জালের ফিতনার শিকার হবে। হাদীস শরীফে রয়েছে যে, পুরুষরা তাদের স্ত্রী, মাতা, ভগ্নি, কন্যাদেরকে রশি দ্বারা বেঁধে ফেলবে এই আশংকায় যে, তারা হয়তো দাজ্জালের ফিতনার শিকার হয়ে পড়তে পারে। (মুসনাদে আহমাদ ৬৭/২)

ওহে বন্ধু! তুমি এখনো ঘুমাচ্ছো! অথচ দাজ্জালের নিদর্শনগুলো স্পষ্ট! তোমার শিয়রে দাজ্জাল বা তার ফেতনা এসে উপস্থিত! আমরা যদি নবীজির হাদিসের দিকে তাকাই, পৃথিবীতে বিরাজমান সমস্যা এবং তার উৎপত্তিস্থলের দিকে দৃষ্টিপাত করি তবে দিবালোকের ন্যায় আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠবে নবীজির সেই হাদীস যেখানে তিনি বলেছেন দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আগমণ করবেনা যতক্ষণ না মানুষ তার থেকে অসতর্ক হয়ে যায়! পুরো মুসলিম সমাজ আজ সেই গাফলতির চাঁদর গায়ে গভীর ঘুমে আচ্ছন্ন! আর দাজ্জাল ও তাঁর অনুসারী বিশ্বের কুফুরী সমাজ আমাদের বাড়ীর দোরগোড়ায় বুকের ভেতর লুকিয়ে রাখা ঈমানের একমাত্র সম্বলটুকু ছিনিয়ে নেয়ার জন্য পরিকল্পনা সম্পন্ন করে দাঁড়িয়ে আছে! আর আমাদের অবস্থা তো ঐ প্রতিবেশীর মত, যে ডাকাত সম্পর্কে সতর্ক করতে এলে এই বলে তাকে তাড়িয়ে দিচ্ছি তোমার কি খেয়েদেয়ে আর কাজ নেই? এই প্রভাতকালে কে আসবে আবার ডাকাতি করতে? যখন সব লুটে নিয়ে চলে গেল তখন এসে বললাম, হায় ভাই, তুমি যদি আরও একটু জোর দিয়ে বলতে, ডাকাতদল ভারী অস্ত্রেশস্ত্রে সজ্জিত ছিলো! তারা যে কোন মূহুর্তে যে কোন স্থানে আক্রমণ করতে সক্ষম! তবে তো আর এভাবে ঘুমিয়ে থাকতাম না! ঠিক আমাদেরও হয়েছে আজ সেই দশা!

এ বিষয়ে সতর্ক করতে গেলে বা বলতে গেলে, চেহারায় ভাজ ফেলে বলে, বেশ তো কাজ পেয়েছো না! এখনো সময় অনেক বাকী! আর বিষয়টি তো আমরা জানি, তবে তা এখনই নয়!

আমরা হয়তো তখন জাগবো, যখন দাজ্জাল আমার ঘুমন্তাবস্থায় শিয়রে এসে দাঁড়াবে এবং আমাকে জাগিয়ে বলবে, তোমার ঈমানটুকু দিয়ে দাও আর তার প্রতিদান স্বরূপ চোখের ধাঁধার জান্নাতসাদৃশ্য জাহান্নামে প্রবেশ কর!

তখন আমার জাগরণ কী উপকার বয়ে আনবে? তাই সচেতনসমাজকে বলবো, অনুগ্রহ করে একবার চোখ খুলে দেখুন, দাজ্জাল কীভাবে পৃথিবীর চারপাশে চক্রান্তের জাল ছড়িয়ে দিয়েছে। দলেদলে কতশত মানুষ সে জালে শিকার হয়ে ধ্বংসের অতল গহবরে ডুবে যাচ্ছে!

এখানে দেখুন

বিষয়: বিবিধ

২৪১৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309969
২০ মার্চ ২০১৫ সকাল ০৭:২৭
মোতাহারুল ইসলাম লিখেছেন : সহমত । জাজাকাললাহ খায়রান।
309985
২০ মার্চ ২০১৫ সকাল ০৯:১৪
আবু জারীর লিখেছেন : আলেম সমাজ যদি সজাগ হয় এবং ব্যাপক ভাবে প্রচার চালায় তাহলে সাধারণ মানুষও স্বচতন হবে। কিন্তু দুঃখের বিষয় হল আলেম সমাজই আজ শতধা বিভক্ত। এক পক্ষ আর এক পক্ষকে ইহুদী দের দালাল প্রমাণে রত তাই দাজ্জালের আগমন অত্যাসন্ন।
ধন্যবাদ।
২০ মার্চ ২০১৫ দুপুর ০১:২৮
251054
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কিছু কিছু আলেম নামের জালেম মানুষকে দাজ্জালের দিকে নিয়ে যাচ্ছে..। আমরা যেন দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকি! আল্লাহ যেন আমাদের দয়া করেন! আমিন।
310001
২০ মার্চ ২০১৫ সকাল ১০:৫৪
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
310035
২০ মার্চ ২০১৫ দুপুর ০১:২৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কিছু কিছু আলেম নামের জালেম মানুষকে দাজ্জালের দিকে নিয়ে যাচ্ছে..। আমরা যেন দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকি! আল্লাহ যেন আমাদের দয়া করেন! আমিন
310060
২০ মার্চ ২০১৫ বিকাল ০৫:২২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! দাজ্জাল এমন একটা বিষয় যা আদম (আঃ) থেকে শুরু করে মুহাম্মাদ সল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী তার উম্মাতকে সতর্ক করেছেন। তবে এটাই বাস্তবতা যে আল্লাহর রাসূল বলেছেন, তার সময় নিকটবর্তী হবার নিদর্শন হল মসজিদের মিম্বর থেকে তার আলোচনা হারিয়ে যাবে। মানুষ ভুলে যাবে তার কথা। আল মাহদি (আঃ) এর খিলাফতের ৬ষ্ঠ বছরে তার আগমণ ঘটবে এবং মাত্র ১২০০ মুসলিমই জীবত থাকবে যারা বায়তুল মাকদিসে আশ্রয় নেবে আল মাহদি (আঃ) এর সাথে। ৮০০ জন পুরুষ ও ৪০০ জন নারী।
২১ মার্চ ২০১৫ রাত ১২:৩৫
251142
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি যে তথ্যগুলো দিয়েছেন, সোর্স কমেন্ট বক্সে দিলে খুব উপকৃত হবো।
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০১
285848
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : জাযাকাল্লাহ।
310151
২১ মার্চ ২০১৫ রাত ১২:৩৮
গাজী সালাউদ্দিন লিখেছেন :
হাদীস শরীফে রয়েছে যে, পুরুষরা তাদের স্ত্রী, মাতা, ভগ্নি, কন্যাদেরকে রশি দ্বারা বেঁধে ফেলবে এই আশংকায় যে, তারা হয়তো দাজ্জালের ফিতনার শিকার হয়ে পড়তে পারে। (মুসনাদে আহমাদ ৬৭/২)


কি ভয়াবহ কথা!
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০১
285847
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : শুকরিয়া , জাযাকাল্লাহ।
311002
২৫ মার্চ ২০১৫ সকাল ১০:০৮
মুসা বিন মোস্তফা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ মাইনাস অনেক ধন্যবাদ স্বাগতম Tongue
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০০
285846
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : শুকরিয়া , জাযাকাল্লাহ।
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩৪
286081
মুসা বিন মোস্তফা লিখেছেন : ধন্যবাদ ।

যেকোন বই ঘরে বসে কেনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান amaderboi.com
313242
০৬ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১২
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া , জাযাকাল্লাহ।
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০০
285845
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : আপনাকেও
319859
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার লিখাটা খুব ভাল লাগলো, আলেম সমাজ কে সব ভেদাভেদ ভুলে গিয়ে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাকে
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০০
285844
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : শুকরিয়া , জাযাকাল্লাহ।
১০
344782
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩৪
মুসা বিন মোস্তফা লিখেছেন : ধন্যবাদ ।

যেকোন বই ঘরে বসে কেনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান amaderboi.com

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File